অবশেষে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ: বাড়লো ৬ টাকা
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারের সঙ্গে আলোচনার পর অবশেষে দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি কার্যকর করেছে ব্যবসায়ীরা।
রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্য সমন্বয়ের বিজ্ঞপ্তি দেয়। নির্ধারিত এই বাড়তি দাম আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৮৯ টাকার বদলে করা হয়েছে ১৯৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ টাকা লিটারপ্রতি। এক লিটার পাম তেলের দাম ১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বেড়ে পূর্বের ৯২২ টাকা থেকে পৌঁছেছে ৯৫৫ টাকায়।
এর আগে ব্যবসায়ীরা লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন এবং সেই অনুযায়ী বাজারজাতকরণও শুরু করেন। তবে সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তীব্র প্রতিক্রিয়া জানান এবং ব্যবসায়ীদের শোকজ করা হয়। পরে কয়েক দফা বৈঠক হলেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
অবশেষে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে নতুন মূল্য কার্যকর করার সুযোগ পেয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীরা। দীর্ঘ কয়েক মাস ধরে মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন তারা। তবে ট্যারিফ কমিশনের হিসাব নিয়েও প্রশ্ন তোলে মন্ত্রণালয়, যার ফলে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়।
নতুন দাম কার্যকর হওয়ায় বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
১৩২ বার পড়া হয়েছে