স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাতক্ষীরার পুলিশ সুপার
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল।
তিনি বলেন, “আগামী নির্বাচন নির্বিঘ্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন সম্পর্কে আপনারা অবগত। এবার আমরা চাই জনগণ নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাবেন এবং নিরাপদে বাড়ি ফিরবেন।”
রোববার (৭ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসপি আরেফিন জুয়েল জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত ২০২৬ সালের নির্বাচনকে ইতিহাসে স্মরণীয় করে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “কে জিতল বা হারল—এটা পুলিশের বিষয় নয়। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। এতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধ, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলায় চুরি–ছিনতাই প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন পুলিশ সুপার। পাশাপাশি অনলাইন জুয়া, সাইবার বুলিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে শূন্যসহনশীল নীতি অনুসরণের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য রাখেন। সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
৫৭৭ বার পড়া হয়েছে