'খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, তবে বিমান ভ্রমণের উপযোগী নয়'
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেও তাঁকে এখনই দীর্ঘ দূরত্বের বিমান ভ্রমণে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এ কারণে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে তাঁর স্থানান্তর বিলম্বিত হচ্ছে।
মেডিকেল বোর্ড বলছে, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হলেই তাঁকে লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রতিদিন তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে এবং তিনি মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করছেন। শনিবারও তাঁর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা হয়, যার রিপোর্ট পর্যালোচনা করে বোর্ড পরবর্তী করণীয় ঠিক করছে।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থায় আনা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। সবকিছু ঠিক থাকলে বুধবার তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ হিসেবে শিডিউল অনুমোদন করেছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ অবতরণের ছাড়পত্র দিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপের, যেটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যবহৃত হয়।
খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার জানিয়েছেন, তিনি হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করছেন এবং চিকিৎসকদের মতে তাঁর অবস্থা “মোটামুটি স্থিতিশীল”। বিএনপির উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরীও জানান, শনিবার সকালে তিনি খালেদা জিয়াকে দেখে এসেছেন, এবং তিনি সাড়া দিচ্ছেন।
ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার ওপর। তিনি বলেন, ১২–১৪ ঘণ্টার ফ্লাইটে উচ্চতার কারণে শরীরে যে পরিবর্তন ঘটে, তা একজন গুরুতর অসুস্থ ব্যক্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চিকিৎসক দল তাঁর নিরাপত্তা ও সর্বোচ্চ চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছে।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। বোর্ডে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও সদস্য হিসেবে যুক্ত আছেন। লন্ডন থেকে ঢাকায় এসে তিনি প্রতিদিন দুই দফা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।
১১৩ বার পড়া হয়েছে