মেসির জোড়া অ্যাসিস্টে প্রথমবারের মতো এমএলএস কাপ ইন্টার মায়ামির
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে স্বপ্নপূরণ হলো ইন্টার মায়ামির। তার দুটি নিখুঁত অ্যাসিস্টে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পেল ফ্লোরিডার ক্লাবটি।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দারুণ ফুটবল উপহার দেয় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি।
মেজর লিগ সকারের শীর্ষ এই টুর্নামেন্টে লিগ পর্ব শেষে দুটি কনফারেন্সের দলগুলো নকআউট লড়াইয়ের মাধ্যমে ফাইনালের টিকিট পায়। সেই মহারণেই ইতিহাস গড়ল মায়ামি।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় ইন্টার মায়ামি। মাত্র অষ্টম মিনিটে তাদেও অ্যালেন্দেকে থামাতে গিয়ে আত্মঘাতী গোল করেন ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার এডিয়ার ওকাম্পো। এরপর বিরতির আগে ম্যাচে ফিরতে আক্রমণ বাড়ায় কানাডীয় ক্লাবটি। ৩৮তম মিনিটে এমানুয়েল সাবির কাছাকাছি শট ঠেকান মায়ামির গোলরক্ষক রোকো রিওস। সুযোগ খুঁজতে থাকেন জার্মান তারকা থমাস মুলারও।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে হোয়াইটক্যাপস। ৬০ মিনিটে আলি আহমেদের তুলনামূলক সহজ শট রিওসের হাত ছুঁয়ে জালে জড়িয়ে সমতায় ফেরে তারা। এরপর আবারও দুর্ভাগ্য পিছু নেয় ভ্যাঙ্কুভারকে—সাবির শট পোস্টে লেগে ফিরে আসে, রিবাউন্ডেও বল লাগে ক্রসবারে।
তবে এর কিছুক্ষণ পরই ম্যাচের গতি পাল্টে দেন লিওনেল মেসি। তাঁর নিখুঁত থ্রু পাস ধরে ৭১ মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে আবারও এগিয়ে দেন রদ্রিগো দে পল।
শেষদিকে সমতার মরিয়া চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে ভ্যাঙ্কুভার। কিন্তু পাল্টা আক্রমণে মায়ামির জয় নিশ্চিত হয়। মেসির বুকে থামানো দারুণ ফ্লিক পেয়ে গোলকিপারের ফাঁক গলে বল পাঠান অ্যালেন্দে।
মেসির অনন্য ছাপ, অ্যালেন্দে ও দে পলের নিখুঁত ফিনিশিং- সব মিলিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ ঘরে তোলে ইন্টার মায়ামি।
১১৬ বার পড়া হয়েছে