জাতীয়
রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় একটি সিংহ খাঁচা ভেঙে বাইরে বের হয়ে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে চিড়িয়াখানার নিরাপত্তা টিম ও কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
খাঁচা থেকে বেড়িয়ে গেছে সিংহ, 'ভয় নেই' বলছে কর্তৃপক্ষ
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় একটি সিংহ খাঁচা ভেঙে বাইরে বের হয়ে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে চিড়িয়াখানার নিরাপত্তা টিম ও কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
তবে এখন পর্যন্ত প্রাণীটি কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। তিনি জানান, বিকেল পৌনে ৫টার দিকে মাঠ এলাকার একটি খাঁচা থেকে সিংহটি বের হয়ে আসে। 'এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই,” বলেন পরিচালক। “সিংহটি এখনও খাঁচার পাশে শুয়ে আছে। আমাদের নিরাপত্তা সদস্যরা প্রস্তুত রয়েছে-প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'চারদিকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত সিংহটি কাউকে আঘাত করেনি। দর্শনার্থী ও আশপাশের মানুষের জন্য কোনো ঝুঁকি নেই।'
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন