পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সবুজ মিয়া (৩০)।
বৃহস্পতিবার ভোরে উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পঁচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫নং মূল সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখায় প্রবেশ করেন। এ সময় ভারতের ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে সবুজ ঘটনাস্থলেই মারা যান, অন্যরা পালাতে সক্ষম হন। পরে বিএসএফ নিহতের লাশ ভারতে নিয়ে যায়।
৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম জানিয়েছেন, ঘটনার পর বিজিবি বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে। মরদেহ বর্তমানে ভারতের মাথাভাঙ্গা থানার ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।
১১১ বার পড়া হয়েছে