গাংনী সীমান্তে জনসচেতনতা বাড়াতে বিজিবি'র মতবিনিময় সভা
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলার দুইটি বিওপি এলাকায় স্থানীয়দের সঙ্গে পৃথক মতবিনিময় সভা আয়োজন করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বুধবার বিকেল ৩টায় তেঁতুলবাড়ীয়া বিওপি এলাকার তেঁতুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং রংমহল বিওপি এলাকার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা দুটি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে আলোচনা পর্বগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
সভাগুলোতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। তিনি সীমান্ত সুরক্ষায় সাধারণ জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বক্তব্যে তিনি বলেন, 'সীমান্ত আইন মানা এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।'
তিনি আরও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানের আইনগত ঝুঁকি, সামাজিক ক্ষতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর এর বিরূপ প্রভাব বিস্তারিত ব্যাখ্যা করেন। এসব অপরাধ থেকে সবাইকে দূরে থাকা এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, 'এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা অপরিহার্য।'
সভা শেষে স্থানীয়রা বিজিবির উদ্যোগের প্রশংসা করেন এবং সীমান্ত সুরক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, একই দিন ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে পুশ ইন করে ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১১৮ বার পড়া হয়েছে