সর্বশেষ

জাতীয়ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে: ড. ইউনূস
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসছেন আজ
সারাদেশউত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা নেমে বাড়ছে দুর্ভোগ
আন্তর্জাতিকশ্রীলঙ্কায় ‘দিতওয়া’: বন্যা-ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ শতশত
কানাডার মন্ত্রি স্টিভেন গিলবোল্টের পদত্যাগের পর মন্ত্রিসভায় ক্ষুদ্র রদবদল
খেলাবিরাট কোহলি ১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটে, বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলবেন
জাতীয়

ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম বাড়ল, বাজারে অস্থিরতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের খুচরা বাজারে কোনো পূর্বঘোষণা ছাড়াই আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত লিটারে ৯ টাকা ও খোলা তেলে ৫ টাকা পর্যন্ত বাড়তি মূল্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ভোক্তা অধিকারের সংগঠনগুলো বলছে, আগাম জানানোর নিয়ম না মেনে এভাবে দাম বাড়ানো ভোক্তাদের প্রতি ‘চরম অবিচার’।

মঙ্গলবার রাজধানীর কাঁঠালবাগান, কারওয়ান বাজার ও মোহাম্মদপুরসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে-রূপচাঁদা, তীর, পুষ্টি, ফ্রেশসহ সব জনপ্রিয় ব্র্যান্ডের নতুন দরের বোতল বাজারে এসেছে। পাঁচ লিটারের বোতল এখন বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়। এক লিটার বোতলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ টাকায়। যদিও এক ও দুই লিটারের নতুন বোতলের সরবরাহ এখনও পর্যাপ্ত নয়।

কারওয়ান বাজারের এক মুদি ব্যবসায়ী জানান, 'প্রায় এক সপ্তাহ আগেই কোম্পানিগুলো জানিয়েছিল নতুন দাম আসছে। গত দুই দিন ধরে আমরা বাড়তি দামে তেল পাচ্ছি।'

 

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় তারা সরকারকে অবহিত করে নতুন দর কার্যকর করেছে। তাদের দাবি অনুযায়ী, নতুন করে লিটারপ্রতি বোতলজাত তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৮৫ টাকা। খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৯ টাকা আর পাম অয়েল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির আবেদন করলেও সরকার এখনো অনুমোদন দেয়নি। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, 'দর বাড়ানো হয়েছে কি না আমরা খোঁজ নিচ্ছি। অনুমতি ছাড়া দাম বাড়ানোর সুযোগ নেই।'

২০১১ সালের ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ’ অনুযায়ী, ব্যবসায়ী সমিতির মাধ্যমে মূল্যসমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া গেলেও ১৫ দিন আগে সরকারকে-বিশেষ করে মনিটরিং সেল, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে-লিখিতভাবে জানাতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, তারা এই নিয়মই মেনে চলছে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এএইচএম সফিকুজ্জামান বলেন, 'সরকারের অনুমতি ছাড়া এভাবে মূল্য বাড়ানো অবশ্যই অন্যায়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উচিত বিষয়টি তদারকি করা।' তিনি আরও সতর্ক করেন, রমজান সামনে রেখে প্রতিবছর যেমন দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়, এবারও সেই প্রস্তুতি রয়েছে বলে মনে হচ্ছে।

গত অক্টোবর মাসেও কোম্পানিগুলো সরকারের অনুমতি ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়িয়েছিল। তখন বাণিজ্য উপদেষ্টা কঠোর অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত ব্যবসায়ীরা সিদ্ধান্ত থেকে সরে আসে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন