সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি: বার্ষিক পরীক্ষা বন্ধ, অভিভাবক-শিক্ষার্থীদের ক্ষোভ
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে সাতক্ষীরার চারটি সরকারি স্কুলে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কোনো পূর্বঘোষণা ছাড়াই পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছে হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবার।
সকালে পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হলেও গেট বন্ধ পেয়ে অভিভাবকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন। পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে না জানিয়ে দেওয়া হলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যান। তারা বলেন, 'শিক্ষকদের দাবি থাকা স্বাভাবিক, কিন্তু কোনো নোটিশ ছাড়া পরীক্ষা বন্ধ করে আন্দোলন করা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলছে।'
অন্যদিকে, আন্দোলনরত শিক্ষকরা জানান, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান তারা।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি তার সমর্থন রয়েছে। তবে পরীক্ষা চলাকালে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আন্দোলনকে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে অন্যভাবে সংগঠিত করার পরামর্শ দেন তিনি।
জানা গেছে, সাতক্ষীরার চারটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় এবং শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টানা দ্বিতীয় দিনেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা দ্রুত সমস্যার সমাধান ও পরীক্ষার নতুন সূচি ঘোষণার দাবি জানিয়েছেন।
১১৯ বার পড়া হয়েছে