হিলি স্থলবন্দরে চাল আমদানি বন্ধ, দাম কমলেও ক্রেতা সংকট
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও ১ ডিসেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়েছে চাল আমদানি।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান জানান, সরকারের অনুমতির মেয়াদ শেষ হওয়ায় এ স্থলবন্দর দিয়ে চাল আমদানি আর সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ আগস্ট ভারত থেকে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। পরে দুই দফায় সেই অনুমতির মেয়াদ বাড়ানো হলেও ৩০ নভেম্বর শেষ হওয়ায় নতুন করে আমদানি বন্ধ হয়ে গেছে।
গত চার মাসে এই বন্দর দিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৭০ মেট্রিকটন চাল দেশে এসেছে বলে নিশ্চিত করেন তিনি।
চাল আমদানি বন্ধ হলেও হিলি স্থলবন্দর দিয়ে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
এদিকে চাহিদার তুলনায় বাজারে চালের সরবরাহ বেশি থাকায় দামে ৫–৬ টাকা পর্যন্ত কমেছে। স্থলবন্দরের বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় আমদানি করা স্বর্ণা জাতের চাল খুচরায় বিক্রি হচ্ছে কেজিতে ৬৭ টাকায়, যা আগে ছিল ৭২ টাকা। আর হাইব্রিড মোটা চাল বর্তমানে ৪৮ টাকায় পাওয়া যাচ্ছে; আগে ছিল ৫৩–৫৪ টাকা।
আমদানিকারক দীনেশ পদ্দার জানান, ক্রেতার সংকটের কারণে তারা দাম কমাতে বাধ্য হয়েছেন। তবুও বিক্রি বাড়েনি। এতে তাদের আর্থিক লোকসান গুনতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
১৩৮ বার পড়া হয়েছে