খালেদা জিয়ার শারীরিক অবনতিতে সহায়তার আশ্বাস ভারতের
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
রবিবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন মোদি। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে তার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করি। ভারত যেকোনোভাবে সহায়তা দিতে প্রস্তুত।”
বহুদিন ধরে লিভার, কিডনি, হৃদ্রোগসহ একাধিক জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। গত চার দিন ধরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
এদিকে, তার চিকিৎসায় সহায়তা দিতে চীন থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, এটি প্রাথমিক মেডিকেল দল; মূল চিকিৎসক টিম মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে।
১১১ বার পড়া হয়েছে