আশাশুনিতে পূর্ব বিরোধের জেরে হামলা: তিনজন আহত
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ ডিসেম্বর) দুপুরে সংঘটিত এ ঘটনায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-পিরোজপুর গ্রামের মৃত ললিত মোহন সানার ছেলে ও সাবেক ইউপি সদস্য তারক সানা (৪৪), তার স্ত্রী শম্পা রাণী (৪০) এবং মৃত নরেন্দ্র নাথ ঢালীর ছেলে তপন ঢালী (৪৪)।
ঘটনার পর রবিবার রাতে সাবেক ইউপি সদস্য তারক সানা বাদী হয়ে একই গ্রামের মনিশ চন্দ্র সানা ও ঠাকুর দাস সানাসহ নয়জনের নাম উল্লেখ করে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন-শ্যাম গোবিন্দ সানা, জগন্নাথ সানা, অমৃত সানা, হিরন্ময় সানা, আশিক সানা, নিরঞ্জন চক্রবর্তী ও গণেশ চক্রবর্তী।
অভিযোগে বলা হয়েছে, বাড়ির প্রবেশপথ নিয়ে চলমান বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তারক সানার বাড়িতে হামলা চালায়। মোবাইল ফোনে খবর পেয়ে তারক সানা প্রতিবেশী তপন ঢালীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তাদের ওপরও হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন। তাদের বাঁচাতে এগিয়ে গেলে তারক সানার স্ত্রী শম্পা রাণীকেও বেধড়ক মারধর করা হয়।
হামলাকারীরা তারক সানার পকেটে থাকা ১ লাখ টাকা, শম্পা রাণীর কাছ থেকে ১ ভরি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ২ লাখ টাকা) এবং তারক সানার এপাচি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নেন, পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় তপন ঢালীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারক সানা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনি থানার ওসি সামসুল আরেফিন জানান, অভিযোগের কপি এখনও হাতে না পেলেও বিষয়টি জেনে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
১০৪ বার পড়া হয়েছে