সারাদেশ
খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।
খুলনা দায়রা জজ আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুইজনের মৃত্যু
খুলনা প্রতিনিধি
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২:৩০টার দিকে আদালতের প্রধান গেটের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজন (২৮) ও আতিক (২৯)।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'আজ দুপুরে আদালতের সামনের এলাকায় দুইজনকে গুলি করা হয়। তারা আদালতে কী কারণে এসেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।'
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
২৪৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন