বান্দরবানে অনলাইন পোর্টালের বিরুদ্ধে ক্রীড়া অফিসারের মানহানির অভিযোগ
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
একটি অনুমোদনবিহীন অনলাইন পোর্টালের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রেজাউল করিম।
এ ঘটনায় তিনি গত বৃহস্পতিবার রাতে বান্দরবান সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রে তিনি জানান, ‘বান্দরবান সংবাদ’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্টেডিয়ামের জমি নিয়ে একটি পোস্টার আকারে তথাকথিত সংবাদ প্রকাশ করেন। সেখানে কোনো ধরনের আনুষ্ঠানিক নিউজ লিংক, তথ্যসূত্র বা পূর্ণাঙ্গ প্রতিবেদন ছিল না। তবুও তাঁকে জড়িয়ে আর্থিক অনিয়মের মতো মানহানিকর ও বানোয়াট তথ্য ছড়ানো হয় বলে দাবি করেছেন রেজাউল করিম।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা হিসেবে এমন ভিত্তিহীন প্রচার তাঁর ব্যক্তিগত সুনাম ও পেশাগত জীবনের জন্য ক্ষতিকর। তাঁর অভিযোগ, অনুমোদনহীন ওই অনলাইন পোর্টালটি ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য তৈরি ও প্রচারের মাধ্যমে তাঁকে হেয় করার চেষ্টা করেছে।
ঘটনার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় আবেদন করেন।
সদর থানা সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের অধীনে রয়েছে।
১০৫ বার পড়া হয়েছে