মিরসরাইয়ে জামায়াতের প্রার্থীর প্রস্তাব: ‘গোয়েন্দা টিম করুন, লোক দেব’
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের মিরসরাই থানার ওসি আতিকুর রহমানের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান পুলিশকে সহায়তা দিতে ‘শিবির–জামায়াত’ সংশ্লিষ্ট লোক সরবরাহের প্রস্তাব দিচ্ছেন।
ঘটনার সত্যতা যাচাই করে জানা গেছে, ভিডিওটি ধারণ করা হয় গত ২০ নভেম্বর বিকেলে মিরসরাই থানার ভেতরে। সেখানেই ডাকাতি দমন ও আইনশৃঙ্খলা ইস্যুতে ওসির সঙ্গে আলোচনা করেন জামায়াতের প্রার্থী।
কথোপকথনে সাইফুর রহমানকে বলতে শোনা যায়, “আপনারা যদি গোয়েন্দা টিম চান, ইউনিয়নভিত্তিক টিম গঠন করুন, আমি স্পেশাল লোক সরবরাহ করব। সহায়ক পুলিশ দরকার হলে সেটাও ব্যবস্থা করা যাবে।”
তিনি আরও বলেন, “মিরসরাইয়ে সাম্প্রতিক ডাকাতির ঘটনা বাড়ছে। দু-একজনকে ধরতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসত।”
ভিডিওতে ওসি আতিকুর রহমানও প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আগামী ১৫ দিন আপনাদের সহযোগিতা পেলে ফল দেখতে পারবেন। সমাজসেবীদের নিয়ে মহল্লাভিত্তিক টিম বানান, আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করব। তদারকি ও নিরাপত্তা পুলিশের পক্ষ থেকেই দেওয়া হবে।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, “আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। যেসব আইডি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্লিপ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করব।”
অন্যদিকে ওসি আতিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ব্যস্ততার কথা জানিয়ে মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”
১১৬ বার পড়া হয়েছে