বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি: দলের মহাসচিবের উদ্বেগ
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চেয়াপারসন বর্তমানে ‘অত্যন্ত সংকটময়’ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এ তথ্য জানান। তিনি বলেন, “দেশনেত্রী আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির পক্ষ থেকে সারা দেশের মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই নয়াপল্টনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত প্রায় ২টা পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন এবং তখনো চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীসহ সারাদেশে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। ওই দিনই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে এবং কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
১১৬ বার পড়া হয়েছে