ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৫:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলসহ উভয় দলের অন্তত পঞ্চাশজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সাহাপুর ইউনিয়নে জামায়াতের ওয়ার্ড সভাপতি হাফেজ ইকবাল হোসেনসহ দুইজনকে মারধরের অভিযোগ নিয়ে উত্তেজনা তৈরি হয়। তারই জেরে পরদিন জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডলের নেতৃত্বে চরগড়গড়িতে বিক্ষোভ সমাবেশ ও নির্বাচনী প্রচার চলাকালে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে আবু তালেবের গাড়ি ও ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ এবং কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেছে। এতে ৬০-৭০ জন আহত হয়েছে এবং বহু মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব দাবি করেন, পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীরাই তাদের ওপর হামলা শুরু করে। এ ঘটনায় কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১৫-২০ জন নেতাকর্মী আহত হন বলে জানান তিনি।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৫ বার পড়া হয়েছে