কক্সবাজারের টেকনাফে মধ্যরাতে ৪ মাত্রার ভূমিকম্প
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৩:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি মৃদু ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফ উপজেলায় কাঁপন অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমির ৪ মাত্রার কম্পনটি সংঘটিত হয়।
ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে ঝাঁকুনিটি এতটাই হালকা ছিল যে অধিকাংশ মানুষ তা টেরই পাননি। যদিও সংস্থাটি ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা জানাতে পারেনি, ইউরোপিয়ান- মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, কম্পনটি ভূমির প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল।
এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই ছিল সবচেয়ে অনুভূতিপূর্ণ কম্পনগুলোর একটি। হঠাৎ তীব্র কাঁপুনি শুরু হলে আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ঢাকাসহ বিভিন্ন শহরের বহুতল ভবন থেকে দ্রুত নিচে নেমে আসতে দেখা যায় বাসিন্দাদের। অনেক অফিস, বাসা-বাড়ি ও বাণিজ্যিক ভবনে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।
নরসিংদী থেকে উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
১১৭ বার পড়া হয়েছে