সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে ভূমিকম্পজনিত আতঙ্ক ছড়িয়ে পড়ায় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে খনি ব্যবস্থাপনা এ সিদ্ধান্ত জানায়।

সম্প্রতি দেশে ধারাবাহিক ভূমিকম্প ও কয়েকটি স্থানে প্রাণহানির ঘটনার কারণে খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় খনি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশের পরামর্শে সাময়িকভাবে খনি কার্যক্রম স্থগিত করা হয়।

রোববার সকালে শিফটে কর্মরত শ্রমিকরা ভূগর্ভে নামতে অনিচ্ছা প্রকাশ করেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পেট্রোবাংলাকে জানানো হলে তাদের নির্দেশনার ভিত্তিতে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি দেওয়া হয়।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক ডিএম জোবায়েদ হোসেন বলেন, 'দেশে সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি এবং শ্রমিকদের শঙ্কা বিবেচনায় খনি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।'
 

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন