সাহিত্য
চলে যাবো- জেনেও,
চলে যাবো
লাকি জাদু
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলে যাবো- জেনেও,
কত আয়োজন, কত স্বপ্ন বোনা;
বিদায়ের ছায়ায় তবুউষ্ণ রোদ্দুর
নিষ্ঠুর পৃথিবীতে মায়ার আনাগোনা।
ভরসা করার খুঁটি নড়বড়ে-
তবু মন ছাড়ে না আশা
ঝড়ের ভিতরেও ধরে রাখে
শেষ আশ্রয়ের মতো ভরসা।
জানি, সময় থেমে থাকে না,
দূরত্ব নিয়েই খেলে তার চিরাচরিত খেলা,
তবু হৃদয়ের কোণে গোপন বিশ্বাস-
যেখানেই যাই, স্মৃতির বাঁধন ছিঁড়ে না ভেলা।
চলে যাবো- জেনেও,
থেকে যাই অদৃশ্য এক সুতোর টানে,
স্বপ্ন, ভরসা, ভালোবাসা-
সবই জমা থাকে মনের গহীন কোনে।
১৯২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন