ট্রাম্পের ক্ষোভ: যুক্তরাষ্ট্রের প্রতি ‘কৃতজ্ঞতা’ দেখায়নি ইউক্রেন
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অভিযুক্তি ও আলোচনা চলাকালীন সময়ে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমাদের প্রচেষ্টার জন্য ইউক্রেনের নেতৃত্ব কোনো কৃতজ্ঞতা দেখায়নি।”
প্রসঙ্গত, জেনেভায় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ২৮ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার কর্মকর্তারা অংশ নিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বৈঠককে “সবচেয়ে ফলপ্রসূ ও অর্থবহ” বলে আখ্যায়িত করেছেন। তবে, ট্রাম্পের মতে, এই উদ্যোগের প্রতি ইউক্রেনের পক্ষ থেকে “শূন্য কৃতজ্ঞতা” দেখানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গত চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি দুশ্চিন্তা প্রকাশ করেন। ট্রাম্প একই সঙ্গে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকেও আক্রমণ করেন, তবে সরাসরি মস্কোকে নিন্দা জানাননি।
নেতৃত্বের ধারণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পক্ষ থেকে একটি পরিকল্পনা গৃহীত হয়েছে, যেখানে ইউক্রেনের কিছু পূর্বাঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তর করতে হবে, এবং কিয়েভের সামরিক সক্ষমতাও কমানোর প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তাও কমবে। ইউক্রেন ও তার মিত্ররা মনে করছেন, এই শর্তগুলো কিয়েভের আত্মসমর্পণের সমান।
গত শুক্রবার, ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কিকে এই পরিকল্পনাগুলো মেনে নিতে হবে, কারণ তিনি (ট্রাম্প) আর আলাপ-আলোচনায় আগ্রহী নন। তিনি আরও উল্লেখ করেন, “পরিকল্পনাগুলো চূড়ান্ত নয়” এবং উপেক্ষা করলে জেলেনস্কিকে একাই লড়তে হবে বলে হুঁশিয়ারি দেন।
অপর দিকে, রোববার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প ইউরোপের দেশগুলোরও সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরও রাশিয়া থেকে জ্বালানি তেল কিনেছে তারা। এছাড়া, জো বাইডেনকে ‘কুটিল’ আখ্যা দিয়ে বলেন, সাবেক প্রেসিডেন্টের সময়ই বিনা মূল্যে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। তিনি আরও যোগ করেন, পুতিনকে ইউক্রেনে অভিযান চালাতে পেরেছেন, কারণ হোয়াইট হাউসে ‘ঘুমন্ত’ জো বাইডেন ছিলেন।
১৫২ বার পড়া হয়েছে