৪৭তম বিসিএস লিখিতের সময় পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাকৃবির জব্বার মোড় এলাকায় শিক্ষার্থীরা রেললাইন দখলে নেন এবং তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। পুলিশ ও প্রশাসন তাদের অবরোধ তুলে নিতে বোঝানোর চেষ্টা করছে বলে জানান তিনি।
এর আগের দিন, শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একই দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। রাত ৮টার দিকে প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রবেশপত্র পুড়িয়ে অবরোধ তুলে নিলেও রাত ১১টায় আবার যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে রেলপথে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে রাত ১২টার দিকে তারা অবরোধ থেকে সরে দাঁড়ান।
টানা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধের কারণে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন যোগাযোগ সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
১০৮ বার পড়া হয়েছে