সাহিত্য
ইট–পাথরে বন্দি জীবন,
গুমরে মরে প্রাণ
লাকি জাদু
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইট–পাথরে বন্দি জীবন,
গুমরে মরে প্রাণ,
হঠাৎ কেঁপে ওঠে ধরণী—
ভয়ার্ত চারিপাশ, স্তব্ধ জনমান।
দালানগুলো দুলে উঠে,
শব্দ হয় গর্জন–তাণ্ডব,
অদৃশ্য কোন গভীর গহ্বর
আতংকিত শহর আজব।
ফাটল ধরে দেয়ালে,
চিৎকারে ভারী বাতাস,
হাওয়াতেও যেন থরথর ভয়,
বিপদের নির্মম শ্বাস।
শহর থমকে দাঁড়িয়ে থাকে
মৃত্যুর ছায়া পেরিয়ে,
মানুষ ছুটে বিশৃঙ্খলায়—
কেউ পড়ে যায় ভয়ে।
ইট–কংক্রিটের দুনিয়া
হয়ে যায় মৃত্যুর দানব,
পৃথিবী জানন দেয় মানুষের সনে
প্রকৃতির কতটা ক্ষোভ।
ধুলো–ধোঁয়ার মাঝে হারিয়ে যায়
কত জীবনের অভিসার,
নিমিষেই শেষ তাজা প্রাণ
স্বপ্ন ভেঙে চুরমার।
ভূমিকম্পের সেই ক্ষণে
পৃথিবীও যেন করে সতর্ক আহ্বান—
সবকিছু নশ্বর, ক্ষণিক;
জীবন বড়ই দুর্বল,
ভয়ার্ত গুমরে মরে প্রাণ।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর