সারাদেশ
দেশজুড়ে অনুভূত ভূমিকম্পের পর নরসিংদীর ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সাবস্টেশনটি অচল হয়ে পড়েছে এবং এর প্রভাবে দেশের সাতটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ করে দিয়েছে।
ভূমিকম্পে ঘোড়াশাল সাবস্টেশনে আগুন, ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
নরসিংদী প্রতিনিধি
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে অনুভূত ভূমিকম্পের পর নরসিংদীর ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সাবস্টেশনটি অচল হয়ে পড়েছে এবং এর প্রভাবে দেশের সাতটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ করে দিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য নিশ্চিত করে।
পিডিবি জানায়, অগ্নিকাণ্ডের পর বন্ধ হওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—
সামিট বিবিয়ানা-২: ৩৪১ মেগাওয়াট
বিপিডিবি বিবিয়ানা-৩: ৪০০ মেগাওয়াট
বিবিয়ানা এসটি: ১৩৪ মেগাওয়াট
আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল)
আশুগঞ্জ এসটি: ৭৫ মেগাওয়াট
আশুগঞ্জ প্রিসিরিয়ন: ৫৫ মেগাওয়াট
আশুগঞ্জ টিএসকে: ৫০ মেগাওয়াট
এসএস পাওয়ার ইউনিট-২: ৬০০ মেগাওয়াট
সিরাজগঞ্জ ইউনিট-১ সিসিপিপি এসটি: ৭৫ মেগাওয়াট।
এদিকে, ঘোড়াশাল এআইএস সাবস্টেশনে আগুন লাগার কারণে ঘোড়াশাল এসএসসহ সংশ্লিষ্ট সব ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন বিদ্যুৎহীন হয়ে আছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর