সর্বশেষ

রাজনীতি

ভারতের কাছে প্রত্যর্পণ অনুরোধ কার্যকর হবে না : শেখ হাসিনা পুত্র জয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রত্যর্পণের অনুরোধ ভারত গ্রহণ করবে বলে তিনি মনে করেন না।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, 'ভারত সবসময়ই ভালো বন্ধু। এই সংকটের সময়ে ভারতের সাহায্য ছাড়া আমার মায়ের জীবন রক্ষা করা সম্ভব হতো না। যদি তিনি বাংলাদেশ না ছাড়তেন, জঙ্গিদের পরিকল্পনা অনুযায়ী তার হত্যা করা হতো।'

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশ ছাড়েন। হত্যার আদেশ, উসকানি এবং তা বাস্তবায়নের অভিযোগে তাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই আন্দোলনে প্রায় ১,৪০০ জন নিহত হতে পারে।

সেই বিচারের রায়ে ১৭ নভেম্বর শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল রায় প্রকাশের দিন বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতকে পুনরায় চিঠি পাঠাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারতের কাছে আহ্বান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফেরত দিতে। বিবৃতিতে বলা হয়, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া অব্যবস্থাপনার সমতুল্য।'

উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, 'শেখ হাসিনার রায় সম্পর্কে আমরা অবগত। নিকট প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।'

সজীব ওয়াজেদ জয় বলেন, 'ভারত জানে কীভাবে এই ধরনের অনুরোধ মোকাবেলা করতে হয়। আমি বিশ্বাস করি তারা বেআইনি অনুরোধের বিষয়ে সাড়া দেবে না। ভারতের গণতন্ত্র ও আইনের প্রতি আমার আস্থা রয়েছে।'

তিনি অবশ্য স্বীকার করেছেন যে, ২০২৪ সালের বিক্ষোভ দমনের সময় সরকারের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। জয় বলেন, 'আমাদের সরকার সহিংসতা থামানোর চেষ্টা করেছিল, তবে এই প্রক্রিয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। একটি অনির্বাচিত সরকার দেড় বছরের বেশি সময় ক্ষমতায় থাকায় সবকিছুই অগণতান্ত্রিকভাবে ঘটছে।'

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন