ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি হয়নি
বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভোর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তবে এই ঘটনায় কোনো ব্যক্তি আহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে সুয়াপুর ইউনিয়নের শাখাটিতে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। স্থানীয় ফার্নিচার দোকানদার লক্ষণ সূত্রধর বলেন, 'রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পাহারাদার গ্রাম পুলিশ ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকেন। বাইরে গিয়ে দেখি ব্যাংকের দেয়াল ও আমার দোকানের চালায় আগুন ধরে গেছে। পরে আমরা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি এবং পুলিশকে খবর দিয়েছি।'
গ্রামীণ ব্যাংক সুয়াপুর শাখার ম্যানেজার নিলুফা সুলতানা নিশ্চিত করেছেন, 'ঘটনার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ কারণে সাধারণ একটি ডায়েরি করা হয়েছে।'
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, উপজেলার অন্যান্য শাখাগুলো নিরাপত্তার জন্য চুকিদার রয়েছে। তিনি বলেন, 'ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং হামলার কারণ অনুসন্ধান করা হচ্ছে।'
১১৮ বার পড়া হয়েছে