সারাদেশ
নড়াইলে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নড়াইলে নিষিদ্ধ পলিথিন জব্দ, অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা
এস এম শরিফুল ইসলাম, নড়াইল
বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান। অভিযুক্ত ইমরান হোসেন (৩৫) নিজেই দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ ও বাজারে সরবরাহ করার কথা স্বীকার করেন।
সেনা ক্যাম্পের অভিযানে ইমরানের বাসা থেকে দুই ঘরভর্তি প্রায় আড়াই হাজার কেজি বিভিন্ন ধরনের পলিথিন জব্দ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, এসব পলিথিন খুচরা বাজারে কেজি প্রতি ১৮০ টাকায় বিক্রি করা হতো।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান জানিয়েছেন, পরিবেশ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর