জুলাইয়ে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় আজ সাক্ষ্যগ্রহণ
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই–আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ বুধবার (১৯ নভেম্বর) সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এ দিন সাক্ষ্য দেবেন মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তার সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এখন পর্যন্ত ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।
অন্যদিকে, আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানো ও সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ নির্ধারিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই এ মামলায় আসামিপক্ষ থেকে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক আদালতে সাক্ষ্য দেবেন। মামলার ১৬ আসামির মধ্যে গ্রেফতার আছেন আটজন; আজ সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে