সর্বশেষ

ফেবু লিখন

'এখানে আমার বাবা বসতেন'

রেজাউল করিম
রেজাউল করিম

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বপ্ন আমার কাছে বরাবরের মতোই আবেগের বিষয়। মাঝ রাতে স্বপ্ন দেখার পর, প্রত্যুষে বাসায় আপনজনের সাথে আলাপচারিতা এবং স্বপ্ন নিয়ে ব্যাখ্যা প্রায় সময়ই হয়ে ওঠে।

ভারী ভারী রাজনৈতিক আলোচনায়-থেকে বেরিয়ে তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। তবে কেউ অন্য খাতে প্রবাহিত করলে তাতে আমার কিছু যায় আসে না। আমি স্বপ্ন দেখতে যেমন ভালোবাসি, আবার আমার আবেগকেও তেমন শ্রদ্ধা করি।

স্বপ্নে নিয়ে মূল প্রসঙ্গে আসি - আমি সাধারণত রাত যত গভীরই হোক পাক পবিত্রতা বজায় রেখে সর্বদা নামাজ/দোয়া পড়েই ঘুমাই -বরাবরের মতো গতরাতেও তাই করেছি। ঘুমের মধ্য আমি স্বপ্নে দেখি--শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় বেগম খালেদা জিয়ার সাথে কিছু একটা কথা বলছেন এবং একটু দুরেই আমিও দাঁড়িয়ে আছি, হঠাৎ খেয়াল করলাম তার ইউনিফর্মের কোথাও ময়লা আছে এবং তা পরিস্কার করে দিলাম; স্বপ্নেই মনে হলো যে যা দেখছি তা বাস্তবে নয়, এটা হয়ত তার কোন ভিডিও, কিছুক্ষন পরেই স্বপ্নের মাঝেই আমার খেয়াল হলো তিনি তো জীবিত নেই তাহলে এটা আমি কি দেখলাম? (Kind of action reply)।

 

যাইহোক, একি স্বপ্নে কিছুক্ষন পরে দেখি পুরানো মডেলের খাকি/ধুসর রং এর ইউনিফর্মের শার্ট (উপরের অংশ) ম‍্যাডামের বাসার ডাইনিং টেবিলের পাশে পড়ে আছে, আমি তা খুব যত্ন সহকারে এবং অনেকটা আবেগতাড়িত হয়ে হাতে তুলে পরিষ্কার করতে করতে ভাবতে থাকলাম এতো পুরানো ইউনিফর্ম এখনও আছে ? এবং এটা পড়ে আছে কারো চোখে পড়ল না? আর এই ইউনিফর্মটা এভাবে পড়ে আছে। ঠিক তখনই তারেক রহমান পেছন থেকে এসে জিজ্ঞেস করলেন এটা তুমি কোথায় পেলে? আমি বললাম -“এটা ফ্লোরে পড়ে ছিল”, তখন তিনি আমার কাঁধে হাত দিয়ে কি যেন একটা কথা বললেন (মন পড়ছে না), এরপরেই আমি তাকে বললাম —‘শুধু আমি নই আমার বাবাও আপনার বাবাকে অনেক ভালেবাসতেন।।এই সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, আর সেটা স্বপ্নেই টের পাচ্ছিলাম। আরো অনেক কিছু হয়েছে পরিস্কার মনে নেই। কত কিছু দেখলাম! এও কি সম্ভব!!!! তবে একই সাথে লিডার তারেক রহমান, তার সহধর্মিনী জোবাইদা রহমানের সাথে মধ্যাহ্নভোজে শামিল হওয়ার মূহুর্তটাও আমাকে অতটা আবেগতাড়িত করেনি যতটা শহীদ জিয়ার একটি পুরনো ইউনিফর্ম করেছিল—-kind of goosebumps!ডাইনিং টেবিলে বসা অবস্থায় হঠাৎ চোখ পড়ল একটি ফাঁকা জায়গার ওপর তখন আমার দিকে চেয়ে জনাব Tarique Rahman তারেক রহমান বললেন—“এখানে আমার বাবা বসতেন”। অপূর্ব সেই অনুভূতির কথা ব্যাখ্যা করতেই সারা শরীরে গর্বের শিহরণ অনুভব করছিলাম ।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বপ্ন সবার কাছে বর্ণনা করতে হয় না। শুধুমাত্র উপযুক্ত ব্যক্তির কাছে, অন্তত যিনি নেতিবাচক কথা বলে তার কাছে নয়! স্বপ্নকে অকল্যাণকর হিসেবে আখ্যায়িত করবেন না। বিষয়টা আমার আবেগকে প্রভাবিত করেছে তাই শেয়ার করলাম।

পরিশেষে বলতে চাই, রবীন্দ্রনাথ 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় বলেছিলেন "ওরে ও প্রাণের বাসনা.. প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারি। "অর্থাৎ প্রানের বাসনা বা আবেগ এত তীব্র যে তাকে দমন করা কোন ভাবে সম্ভব হয় না।

 

সেটা স্বপ্নে হোক বা বাস্তবে হোক।

লেখক : গবেষক ও বিশ্লেষক।
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন