সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় দেশজুড়ে গ্রেপ্তার ১,৬৪৯ জন, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশের দেশব্যাপী অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও ককটেলসহ বিস্ফোরক দ্রব্য।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে।

পুলিশ সদর দপ্তর জানায়, অভিযানে ১০টি আগ্নেয়াস্ত্র, প্রায় সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ এবং ককটেল বোমা উদ্ধার করা হয়। সাম্প্রতিক সহিংস ঘটনাবলীর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলে উল্লেখ করা হয় বার্তায়।

এদিকে, গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ড মামলায় তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে। ব্যবহারকারীর দেওয়া তথ্য অনুযায়ী, এ রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বিভিন্ন সাজা দেওয়া হয়।

রায় ঘোষণার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। প্রায় এক সপ্তাহে দেশজুড়ে ৪০টির বেশি যানবাহনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন