সর্বশেষ

জাতীয়

তিতুমীরের সামনে, মহাখালী, বাড্ডায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং মহাখালীর আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

একই সময়ের কাছাকাছি মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জানে আলম ঘটনাগুলো নিশ্চিত করে জানান, তিতুমীর কলেজের সামনে বিস্ফোরণের কিছুক্ষণ পরই আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে মেরুল বাড্ডায় একটি বাসে আগুন লাগানোর ঘটনাও ঘটানো হয়। স্থানীয়দের দ্রুত সহায়তায় আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত প্রথম মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে।

গতকাল রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর, রাত ৯টা ৪০ মিনিটে বাংলামোটর এলাকাতেও বিস্ফোরণ ঘটে। রাত ৯টার পর শ্যামপুরে তিনটি ককটেল বিস্ফোরণে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। এছাড়া রাত ১০টার দিকে গাবতলী ও মহাখালী রেলক্রসিং এলাকায় আরও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন