কোক স্টুডিওতে বাংলায় রুনা লায়লার গান ‘দমা দম মাস্ত কালান্দার’
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর চিরকালীন জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’ নতুন আঙ্গিকের সংগীতায়োজনে কোক স্টুডিও বাংলায় উপস্থাপন করতে যাচ্ছেন।
গানটি আজ কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
সিজন–৩ শুরু থেকেই দর্শক-শ্রোতাদের জন্য চমকের ধারাবাহিকতা বজায় রেখেছে কোক স্টুডিও বাংলা। এর আগেও সিজনের সাতটি গান ইতিমধ্যেই ভালো প্রতিক্রিয়া পেয়েছে। এবার সেই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সংগীতজগৎের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা, যা ভক্তদের জন্য একটি বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (১৬ নভেম্বর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে রুনা লায়লার একটি ছবি প্রকাশিত হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন—‘অবশেষে কিংবদন্তি আসছেন’ এবং ‘এটা মহাকাব্যিক হতে চলেছে।’
পরবর্তী দিন, ১৭ নভেম্বর, রুনা লায়লা ৭৩ বছরে পদার্পণ করবেন। জন্মদিনের ঠিক আগমুহূর্তে দর্শকদের জন্য এই সংগীত উপহারকে ভক্তরা ইতিমধ্যেই বড় চমক হিসেবে অভিহিত করছেন।
গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। সর্বশেষ ২৪ অক্টোবর প্রকাশিত হয়েছে ‘ক্যাফে’ শিরোনামের গান, যেখানে অংশগ্রহণ করেছেন ‘আভাস’ ব্যান্ডের ভোকাল তানযীর তুহীন, ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে গৌরব চট্টোপাধ্যায় এবং ব্রাজিলের শিল্পী লিভিয়া মাতোস।
১১৪ বার পড়া হয়েছে