সারাদেশ
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় রাতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুর প্রতিনিধি
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় রাতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
রোববার রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে অবস্থিত মাওনা শাখায় ৭–৮ জন যুবক পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ব্যাংকের নাইট গার্ড সিরাজ মিয়া বাইরে বের হতে পারেননি।
ঘটনার পর ব্রাঞ্চ ম্যানেজার রেহেনা পারভীন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তিনটি বোমা নিক্ষেপ করা হলেও ব্যাংকের তেমন কোনো ক্ষতি হয়নি; শুধু সাইনবোর্ডে ধোঁয়া দেখা দিয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকও জানান, কোনো বড় ক্ষতি হয়নি এবং পুলিশ নিজেদের তদন্ত শুরু করেছে।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর