সর্বশেষ

জাতীয়

সিইসি চাইলেন সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দ্বিতীয় দিনের সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। সিইসি বলেন, 'সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ করবে। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালন সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তি।' তিনি সকল দলকে সচেতন থাকারও আহ্বান জানান।

প্রথম পর্যায়ে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে।

 

জানা গেছে, দুপুর ২টা থেকে শুরু হওয়া সংলাপে অংশ নিয়েছে- বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন