সাহিত্য
মনের কিছু কথা মুখে বলা যায় না
অব্যক্ত কাব্য
লাকি জাদু
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মনের কিছু কথা মুখে বলা যায় না
এই যে তোমায় কতটা উপলব্ধিতে রাখি
অনুভুতিতে মাখি, নিঃশ্বাসে বাঁধি
কিন্তু স্পষ্ট করে সেটা বলতে কি পারি?
ভালো লাগাটুকু গোপনেই রয়ে যায়
না বলা কিছু গল্প কবিতার লাইনে
আকুলতা কতটা প্রখর তপ্ত তা টের পায়
মনের গহীনের অব্যক্ত কাব্য বিশ্লেষণে।
পাশে বসে, মন খুলে বলবো ভাবি
সম্মুখে এসে বলার সাহস তো নেই
তবু আনমনে কত শত কথার ঝুলি
কত রাজ্যের স্বপ্ন দেখি অনায়াসেই।
দম বন্ধ প্রায়, না বলার ব্যর্থতায়
রচিত কথিত, অব্যক্ত কাব্য গ্রন্থ
গোপনে বাক্স বন্দি আবেগ হারায়
তবু বেঁচে থাকে আক্ষেপ স্মৃতির পাতায়।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর