লামায় ধানের শীষের পক্ষে সাচিং প্রু জেরীর নেতৃত্বে গণমিছিল
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৬:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের লামা উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরীর নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশাল পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১টায় লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে গণমিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। এতে অংশ নেন লামা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতা-কর্মী। ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে লামা শহর।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা হয়েছে। গণমিছিল ও সমাবেশে সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, ব্যবসায়ী, সাবেক জনপ্রতিনিধি, কৃষক-শ্রমিক, তরুণ-তরুণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসমক্ষে তুলে ধরতে দল মাঠে নেমেছে। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিনব্যাপী গণমিছিলকে ঘিরে লামা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এদিন সাচিং প্রু জেরী লামা উপজেলার আজিজনগর, ফাইতং, ফাঁসিয়াখালী ও গজালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য প্রদান করেন।
১২২ বার পড়া হয়েছে