সর্বশেষ

আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে ৩৭ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পেরুর দক্ষিণাঞ্চলীয় শহর আরিকুইপায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার ভোরে একটি যাত্রীবাহী বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর গভীর খাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরিকুইপার আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপক ওয়ালথার অপোর্তো জানান, “আমাদের সর্বশেষ হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৩৭ এবং আহত ২৪ জন।”

দুর্ঘটনাটি প্যানআমেরিকানা সুর হাইওয়ে-এর একটি বাঁকানো অংশে ঘটে, যা পেরু ও চিলিকে সংযুক্ত করে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, লিয়ামোসাস পরিবহন কোম্পানির একটি বাস চালা শহর (কারাভেলি প্রদেশ) থেকে আরিকুইপার উদ্দেশে রওনা হয়েছিল। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন।

বাঁক ঘোরার সময় বাসটির সঙ্গে একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, এর কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সড়কের দুরবস্থা, পর্যাপ্ত সাইনবোর্ডের অভাব এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়া।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন