জাতীয়
পুরান ঢাকার আদালত এলাকা থেকে খুনের মামলায় হাজিরা শেষে বের হওয়া তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই অস্ত্রধারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
ঢাকায় মামুন হত্যার ঘটনায় মোট ৫ জন গ্রেপ্তার, দুটি পিস্তল উদ্ধার
স্টাফ রিপোর্টার
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পুরান ঢাকার আদালত এলাকা থেকে খুনের মামলায় হাজিরা শেষে বের হওয়া তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই অস্ত্রধারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এ সময় হত্যার ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অস্ত্রধারীরা হলেন- ফারুক ও রবিন।
ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সীমান্ত থেকে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহ অন্যান্য গ্রেপ্তারদের নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বুধবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর