সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নেমে আসছে শীতের আমেজ। সকাল-বিকেল বইছে হিমেল হাওয়া, চারপাশে ছড়িয়ে পড়েছে কুয়াশার চাদর। দিন দিন কমছে তাপমাত্রার পারদ।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগের দিন (মঙ্গলবার) সেখানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র একদিনেই তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি।

আবহাওয়া অফিস জানায়, সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় জেলা শহরসহ আশপাশের এলাকা। দৃশ্যমানতা কয়েক হাত দূরত্বে নেমে আসায় রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

অটোচালকদের অভিযোগ, কুয়াশার ঘনত্ব এত বেশি যে হেডলাইট জ্বালিয়েও সামনের রাস্তা পরিষ্কারভাবে দেখা যায় না। যাত্রীও আগের তুলনায় কম মিলছে। অনেক চালক জানান, সকালবেলায় ঠান্ডা এতটাই বেড়েছে যে হাত-পা অবশ হয়ে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, 'বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।'

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ছড়িয়ে থাকবে পুরো অঞ্চলে। কোথাও কোথাও দিনের বেলাতেও কুয়াশা দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, ফলে রাতের দিকে দ্রুত তাপমাত্রা কমে যাচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সংযোগমুহূর্তে দেখা যায়। জলবায়ুর পরিবর্তনও এর অন্যতম কারণ।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন