সারাদেশ
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় সাতক্ষীরা পুলিশের সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর সজীব, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের দুই গ্রæপের মধ্যে চলমান দ্বন্দ সমাধান, যানজট নিরসন এবং সড়কের উন্নয়নসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
১৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন