আজ থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৩:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিন দফা দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হামলার ঘটনায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
গত শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কলম সমর্পণ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শাহবাগে গেলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এতে দেড় শতাধিক শিক্ষক আহত হন। আহতদের মধ্যে অন্তত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ জানায় প্রাথমিক শিক্ষক দশম গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদ। সংগঠনের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ জানান, দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ করে, ফলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়।
দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের বেশি এবং শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। ডিসেম্বরের শুরুতে বার্ষিক পরীক্ষা সামনে রেখে শিক্ষকদের এই কর্মবিরতিতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার যুক্তি নেই। সরকার তাদের ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে কাজ করছে।
১০৩ বার পড়া হয়েছে