নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবক নিহত
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে মাদক বেচাকেনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আব্দুল কাদের জিলানী (৩৫)। তিনি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. গোফরানের ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাদের জিলানীর সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই বিরোধের জেরে প্রতিপক্ষরা স্যারাং বাড়ির সামনে কাদেরকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহত কাদের জিলানী অপরাধ জগতে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ চারটি মামলা রয়েছে। পরিবারের সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল না।
তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, পুরনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাদের জিলানীকে হত্যা করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে