চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, এক নিহত
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৭:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর বায়েজিদ থানার চাইলত্যাতলী এলাকায় গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন। এছাড়া আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরশাদ উল্লাহ মনোনয়ন পাওয়ার পর গণসংযোগে অংশ নিতে হামজারবাগ এলাকায় যান। সেখানে অতর্কিত হামলায় তিনি গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল জানান, তৃতীয় নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনী সভা শেষে এরশাদ উল্লাহ মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। আমি হাসপাতালে যাচ্ছি। কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সক্রিয়। বর্তমানে তিনি মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, হামলার ঘটনায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
১০৮ বার পড়া হয়েছে