কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবি'র অভিযান
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে আলাদা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৪৭ ব্যাটালিয়নের সদস্যরা। এসব অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে বিজিবির ৪৭ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর রাত ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা নওদাপাড়া হাইওয়ে রোড এলাকায় “আর বি অনিক পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশির সময় বাসের ভেতর মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৭০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ১০ হাজার ৩০০ টাকা।
এরপর ৪ নভেম্বর রাত ১টার দিকে মেহেরপুর জেলার গাংনী সীমান্তের কাজীপুর মণ্ডলপাড়া এলাকায় কাজীপুর বিওপির টহল দল আরেকটি অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৭০০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। এসব চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরপাড়া বাজার এলাকায় চল্লিশপাড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে মো. মেহেদী হালসানা (পিতা: মৃত ইব্রাহিম হালসানা, গ্রাম: চরপাড়া, দৌলতপুর, কুষ্টিয়া) নামের এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ২ হাজার ২০০ টাকা।
বিজিবির হিসাবে, সাম্প্রতিক এসব অভিযানে উদ্ধার করা মাদক ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য প্রায় ১৫ লাখ ৬৪ হাজার টাকা। আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন মালামাল ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ ও ধ্বংসের প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক অভিযানের সফলতা সেই অবস্থানেরই প্রতিফলন। ভবিষ্যতেও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০৬ বার পড়া হয়েছে