এভারেস্টে আটকা শতশত পর্যটক, লুকলা বিমানবন্দর বন্ধ
রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বর্ষণ ও তুষারপাতের কারণে শত শত পর্যটক আটকা পড়েছেন।
শনিবার ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, লুকলা অঞ্চলের বিমান চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে।
মাউন্ট এভারেস্টের নেপালের অংশ, সোলুখুম্বু জেলার লুকলা এলাকায় চলতি সপ্তাহে তীব্র বৃষ্টিপাত এবং তুষারপাতের কারণে দৃশ্যমানতা কমে গেছে। ফলে লুকলা বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা পিটিআইকে জানান, “দৃশ্যমানতা কম থাকায় বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্প থেকে ট্রেকিং শেষ করে যারা লুকলায় ফিরেছেন, তারা এখনও কাঠমান্ডু যেতে পারেননি।”
লুকলার হোটেলগুলো পর্যটকের ভিড়ে পূর্ণ হয়ে গেছে। নেপালের তারা এয়ারলাইন্সের লুকলা ইনচার্জ অমৃত মাগার জানান, তাদের সংস্থা থেকে বুক করা অন্তত ১,৫০০ জন পর্যটক এখন আটকা পড়েছেন।
আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিনেও কোশি প্রদেশসহ আশপাশের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে