সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই ভাই নিহত, আহত এক নারী

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গম চর সুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চর সুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের দুই ছেলে ফোরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (২০)। আহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, প্রায় ২০ বছর আগে নিহতদের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নেন। সেই ধারকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

ওসি আরও জানান, এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বসে এবং প্রতিবারই বিচারকরা আবু তাহেরের পরিবারের পক্ষেই রায় দেন। তবে প্রতিপক্ষ রিপন মিয়া ও শিপন মিয়ারা সেই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায়।

শনিবার দুপুরে রিপন ও শিপন পক্ষ জমি দখলের চেষ্টা করলে ফোরা মিয়ারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ফোরা মিয়া, শাকিল মিয়া ও মনিরা বেগমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির বলেন, “আনা দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন