সর্বশেষ

জাতীয়

ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব শফিকুল আলম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এটি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “নির্বাচন সময়মতোই হবে—এটি পরিবর্তন করার মতো কোনো শক্তি নেই।”

শুক্রবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানাচ্ছেন। আমরা এটিকে হুমকি হিসেবে দেখি না। প্রধান উপদেষ্টা যা সবচেয়ে উত্তম মনে করবেন, সেই সিদ্ধান্তই নেবেন।”

গণভোট প্রসঙ্গে তিনি জানান, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার প্রসঙ্গেও কথা বলেন মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন নির্ধারণ করবেন।”

তরুণদের মেধা ও জ্ঞান বিকাশে উৎসাহ দিতে আয়োজিত এই প্রতিযোগিতার সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন