সারাদেশ
সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে শৈলকুপায় এক মহিলার উপর হামলার ঘটনা ঘটেছে।
শৈলকুপায় সামাজিক বিরোধের জেরে মহিলাকে মারধরের ঘটনা
এইচ এম ইমরান, ঝিনাইদহ
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে শৈলকুপায় এক মহিলার উপর হামলার ঘটনা ঘটেছে।
আহত হালিমা খাতুন বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পৌর এলাকার সাতগাছি গ্রামের খা পাড়ার শুকুর আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে হালিমা খাতুন শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে শাক বিক্রি করতে গেলে তাকে খুঁজে বের করে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি মারধর করে।
হালিমার স্বামী শুকুর আলী জানান, তারা পরিবার নিয়ে ক্যানেলের পাশে বসবাস করেন। হালিমা খাতুন গ্রামের ডোবা, নালা ও মাঠ থেকে শাক সংগ্রহ করে বিক্রি করে সংসার চালান। স্থানীয়রা বলছেন, হামলার পেছনে সাতগাছি গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া সামাজিক মারামারির জের রয়েছে।
অহত হালিমার স্বামী শুকুর আলী জানান, তিনি ও তার পরিবার স্থানীয় সামাজিক দলের সঙ্গে যুক্ত। ঘটনার পর শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছে।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর