সর্বশেষ

জাতীয়৫৫তম মহান বিজয় দিবস আজ
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে শরিফ ওসমান হাদি
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদির ওপর হামলা একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’, নির্বাচন সুষ্ঠু হবে : সিইসি
সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ডাকসু নেতাদের
সুদানে বাংলাদেশি নিহত: জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা ও সতর্কবার্তা
খালেদা জিয়ার অবস্থার পরিবর্তন নেই, বিদেশে নেয়া হচ্ছে না : চিকিৎসক
সারাদেশমানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নেত্রকোনার কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
খুলনায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
ধামরাই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি রবিন সম্পাদক জিসান
আন্তর্জাতিকসিডনিতে সন্ত্রাসী হামলায় বাবা-ছেলের হাত, নিহত বেড়ে ১৬
কলম্বিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৭
খেলাবার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগে আগ্রহী সৌদি যুবরাজ
সারাদেশ

পাবনা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম সাজ্জাদ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নীতি-নির্ধারকরা এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেননি।

যারা দাবি করছেন যে “অমুককে সবুজ সংকেত দেওয়া হয়েছে”, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তারেক রহমান ঘোষিত দলীয় ৩১ দফা কর্মসূচি প্রচার ও জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের দাবিতে আয়োজিত বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম সাজ্জাদ বলেন, “দলের কঠিন সময় আমি হামলা-মামলার শিকার হয়েছি, নেতাকর্মীদের পাশে থেকেছি। তাই তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক ও যোগ্যতার ভিত্তিতে আমি পাবনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি।”

 

তিনি আরও বলেন, “দল যাকে প্রার্থী করবে, সুজানগর ও বেড়ার মানুষ তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে। আমরা একযোগে কাজ করে এ আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করব।” আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উৎসাহিত করতে মাঠে প্রচার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান সাজ্জাদ।

‘পিআর পদ্ধতিতে ভোট চাওয়া দলগুলো জনসমর্থনহীন’ উল্লেখ করে তিনি বলেন, “যারা পিআর ভোট চায়, তারা জানে জনগণ তাদের সঙ্গে নেই। ছোট ছোট দল স্বার্থের কারণে এসব দাবি তুলছে। দেশের সাধারণ মানুষ পিআর বোঝে না, তারা প্রচলিত পদ্ধতিতেই ভোট দিতে চায়। তাই এসব দাবি করে কোনো ফায়দা হবে না।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।”

এর আগে দুপুর ১২টার দিকে সুজানগরের পুরাতন স্টেডিয়াম (কাচারি মাঠ) প্রাঙ্গণ থেকে ব্যানার-ফেস্টুন ও শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নাজিরগঞ্জ, বাঁধেরহাট, কাশিনাথপুর ও চিনাখড়া হয়ে পৌর এলাকায় এসে শেষ হয়। এ সময় বিএনপির ৩১ দফা দেশগঠন কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খান, বিএনপি নেতা কাজী হান্নান ও পান্না চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কেরামত আলী, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, যুবনেতা আরিফ বিশ্বাস, ছাত্রনেতা আলম ও শাকিলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন