সর্বশেষ

জাতীয়

মিরপুরের অগ্নিকাণ্ডে হতাহত নেই, সূত্রও নিশ্চিত হওয়া যায়নি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোড এলাকায় ছয়তলা ভবনে আগুন লাগার ঘটনার সূত্রপাত এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন জানান, ভবনের ছয়তলায় পুরোনো কাগজপত্র, পরিত্যক্ত আসবাব ও অন্যান্য অপ্রয়োজনীয় সামগ্রী মজুত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওইসব সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে কারণ নিশ্চিত নয়।

তিনি বলেন, “খবর পাওয়ার পরপরই পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা দেখে কুরমিটোলা ও মিরপুর ফায়ার স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”

ছালেহ উদ্দিন আরও জানান, "আগুন সম্পূর্ণ নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে।"

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন